প্রকাশিত: Thu, May 9, 2024 11:41 AM
আপডেট: Sun, Jan 25, 2026 10:13 PM

পৃথিবীর সকল শক্তি একত্রিত করলেও যুক্তরাষ্ট্রের আলিঙ্গন থেকে ইসরাইলকে পৃথক করা সম্ভব নয়!

জিয়া আরেফিন আজাদ : যুক্তরাষ্ট্রের ইসরাইল নীতি নিয়ে সে দেশের বিশ্ববিদ্যালয়গুলিতে শিক্ষার্থীরা বিক্ষোভ করছে। এর আগে ভিয়েতনাম যুদ্ধের সময় শিক্ষার্থীরা প্রতিবাদ করেছিল। এর পরে যুক্তরাষ্ট্র অনেক অনৈতিক যুদ্ধে জড়িয়েছে। আর কখনও এমন প্রতিবাদ হয়নি। যুক্তরাষ্ট্রে শক্তিশালী স্থানীয় সরকার ও মতপ্রকাশের স্বাধীনতা থাকলেও তাদের বৈশ্বিক নীতি নিয়ন্ত্রণ করে ক্ষুদ্র একটা কোটারি। সে দেশের সাধারণ মানুষ এসব নিয়ে মাথা ঘামায় না বা তাদের এসব বিষয় থেকে কৌশলে দূরে রাখা হয়। গণতন্ত্র একটি আইডিয়া ও অনেকটা ইউটোপিয়া। বিশ্ব চলে পুঁজির শাসনে। ইসরাইলের আধিপত্যের কাণ পুঁজি। 

যুক্তরাষ্ট্রের শাসক শ্রেণি সেই স্বার্থটাই রক্ষা করে। কিন্তু রাশিয়া, চীন বা অন্যান্য কর্তৃত্ববাদী রাষ্ট্রের সাথে তাদের পার্থক্য হলো দৃশ্যত তারা তাদের জনসাধারণকে স্বাধীন নাগরিকের সম্মান দিয়েছে। এই প্রতিশ্রুতি বাইডেন প্রশাসনের জন্য একটা চাপ। পৃথিবীর সকল শক্তি একত্রিত করলেও যুক্তরাষ্ট্রের আলিঙ্গন থেকে ইসরাইলকে পৃথক করা সম্ভব নয়। তবে যুক্তরাষ্ট্রের তরুণ সমাজ বিক্ষুব্ধ হলে তাদের নীতি-নির্ধারকরা কিছুটা বেকায়দা পড়তে পারে। সামনে কী হয়, দেখার অপেক্ষা। ৪-৫-২০২৪। ফেসবুক থেকে